জামায়াত ৫১ আসনের একটি চুড়ান্ত তালিকা বিএনপির কাছে জমা দিয়েছে। সর্বশেষ ২০০৮
সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে বিএনপি জামায়াতকে ৩৫টি আসন দেয় এবং বিএনপি জামায়াতের যৌথ প্রার্থী ( উন্মুক্ত আসন) ছিল ৪ টি। সবমিলে ৩৯ আসনে লড়াই করে জামায়াত। যার বেশ কয়েকটি বাদ দিয়েছে এবার, আবার বেশ কয়েকটি নতুন সংসদীয় আসনকে টার্গেটে নিয়েছে জামায়াত। তাদের চিন্তা এআসন গুলোতে তারা ভাল করবে নির্বাচনে। এবারের
জাতীয় সংসদ নির্বাচনের এই আসন গুলোতে জামায়াত কোনভাবেই ছাড় দিতে চাইনা।