কবির আল মাহমুদ, মাদ্রিদ (স্পেন) থেকেবাংলাদেশ ছাত্রলীগের স্পেন শাখার কমিটি গঠিত হয়েছে। গত শুক্রবার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন এ কমিটির অনুমোদন দেন।
কমিটিতে নোয়াখালীর কোম্পানিগঞ্জের ইসমাইল হোসাইন রায়হানকে সভাপতি ও সিলেটের কানাইঘাটের অজির উদ্দিন মারুফকে সাধারণ সম্পাদক হিসেবে আগামী ১ বছরের জন্য মনোনীত করা হয়। এর আগে রায়হান ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও মারুফ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন।নবনির্বাচিত সভাপতি ইসমাইল হোসাইন রায়হান ও সাধারণ সম্পাদক অজির উদ্দিন মারুফ এক বিবৃতিতে শিগগিরই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে স্পেন ছাত্রলীগের কার্যক্রম জোরদার করার আশাবাদ ব্যক্ত করেছেন তারা।