কোন এক মেঘলা দিনে আমি বলেছিলাম
– চলো না আজ ইচ্ছে করে ভুল করে ছাতা না নিয়ে বের হই ?
তুমি বলেছিলে
-কেনো ?
বলেছিলাম
– আজ বৃষ্টিতে ভিজতে খুব মন চাইছে।
বলেছিলে
-কেনো ?
এক রোদেলা দুপুরে জানতে চাই
– আজ কি আমার সেই রামধনু রঙের শাড়িটা পরে আসবো?
বলেছিলে
-কেনো?
ডিসেম্বরের কনকনে শীতে নিজ হাতে বুনে দিয়েছিলাম জলপাই রঙের সোয়েটার।
বলেছিলাম
– ভুলোনা কিন্তু সেটা পরে আসতে।
তুমি সুধালে
-কেনো?
পুর্নিমার রাতে জানালায় চাঁদ দেখে এস এম এস করে বলেছিলাম
-জানালা খুলে একটু তাকাও । দেখো পুর্ণিমার অপরূপ রূপ!
বলেছিলে
-কেনো?
সন্ধ্যায় মেঘলা বিষণ্ণ আকাশে ছাদে গিয়ে বলেছিলাম
-এসো একসাথে মেঘলা দিনের ঝাপ্সা হয়ে যাওয়া কুয়াশা দেখি।
বলেছিলে
-কেনো ???
অতঃপর !?! …..
কেনোর উত্তর…
৫ই ডিসেম্বর ২০১৮ নিউ ইয়র্ক