রিপোর্ট ঃ- ইউনুছ ইবনে জয়নাল—- বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি ও সাহিত্যিক, সমাজ সেবক, অধ্যাপক ড. নজরুল ইসলাম হাবিবী কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত- “সারাহ-হাবিব ট্রাস্ট লন্ডন” ইংল্যান্ড ও বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি অরাজনৈতিক, অলাভজনক সম্পূর্ণ সমাজ কল্যাণ মূলক একটি প্রতিষ্ঠান। সম্প্রতি কলম সাহিত্য সংসদ লন্ডন এর উদ্যোগে সারাহ-হাবিব ট্রাস্ট লন্ডন এর সহযোগিতায় বাংলাদেশ চ্যাপ্টারের আওতাধীন বগুড়া জেলা শাখার পরিচালনায় গত ১৫/০৪/২০১৮ খ্রি. মোতাবেক ০২ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ রবিবার নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার রোলভা গ্রামের মোঃ আকাব্বর প্রামানিকের বড় ছেলে মোঃ ফারুক আহমেদ ওরফে কবি ফারুক খাঁনের হাতে চিকিৎসা সহায়তা বাবদ মানবিক সাহায্যার্থে ১৫,০০০/= (পনের হাজার) টাকার চেক হস্তান্তর করেন সংগঠনের পক্ষে কলম সাহিত্য সংসদ লন্ডন এর বগুড়া জেলা শাখার সম্মানিত সভপতি জনাব ইউনুছ ইবনে জয়নাল। সাথে ছিলেন উক্ত সংগঠনের সক্রিয় সদস্য কবি ও সাহিত্যিক জনাব খোরশেদ আলম খোকন। উক্ত চেক প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অসুস্থ কবি ফারুক খাঁনের পিতা মোঃ আকাব্বর প্রাং, মাতা- ছালেহা বেগম, পিতামহ- মোঃ আরশেদ প্রাং, পিতামহী- আলেয়া বেগম, ছোটবোন- আকলিমা খাতুন, ফুফাতো ভাই মোঃ হাসান আলী প্রমুখ।উল্লেখ্য কবি ফারুক খাঁন গত প্রায় দুই বছর আগে বড়াই গ্রামের রাজ্জাক মোড়ে ঢাকা নাটোর সড়কে দুর্ভাগ্য জনক ভাবে সড়ক দুর্ঘটনায় পতিত হন এবং তার ডান পা সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে। সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব না হলেও বেঁচে থাকার তাগিদে ডাক্তারী পরামর্শে দ্রুত অপারেশন করে নকল পা সংযোজন করতে হবে। এতে তার প্রায় তিন লক্ষাধিক টাকার প্রয়োজন। হত দরিদ্র ও নিঃস্ব হওয়ায় তার পরিবারের পক্ষে এ ব্যয় বহন করা বড়ই দুঃসাধ্য! তাই তিনি বড়ই অসহায় অবস্থায় মানবিক সহায়তার জন্য সমাজের বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নিকট তাকে মানবিক সাহায্যে এগিয়ে আসার জন্য বিশেষ আবেদন জানিয়েছেন।