প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জরুরি বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ওই বৈঠক হয়। কূটনৈতিক সূত্রগুলো বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। জানিয়েছে, সরকার প্রধান ও মার্কিন দূতের মধ্যকার আলোচনা প্রায় সোয়া ঘণ্টা স্থায়ী হয়। বৈঠকটি খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সূত্রগুলো। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সরকার বা মার্কিন দূতবাস কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক ব্রিফিং কিংবা প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়নি। সাধারণত সরকার প্রধানের সঙ্গে ভিন দেশি কূটনীতিক বা গুরুত্বপূর্ণ অতিথিদের সৌজন্য সাক্ষাৎ কিংবা বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিবের তরফে ব্রিফ হয়।