সংগৃহীত ছবি
গন্তব্যে দ্রুত যাওয়ার জন্য রিক্সাচালককে আরও জোরে রিক্সা চালাতে নিদের্শ দেন এক নারী যাত্রী। কিন্তু রিক্সাচালক জানান, তিনি পারবেন না। এরপরই চটে গিয়ে রিক্সাচালকের ওপর চড়াও হন তিনি। এরপর অকথ্য ভাষায় বকাবকি, রিক্সাচালককে চড়-লাথি মারিতে উদ্যত হন তিনি।
মঙ্গলবার রাজধানীতে ঘটা এই ভিডিও ফেসবুকে পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, এক পর্যায়ে সেখানে থাকা এক বয়স্ক লোকের সঙ্গেও বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। ভিডিও’র শেষে দেখা যায়, বয়স্ক মানুষটির সামনে তিনি মারমুখী হয়ে নেমে এসেছেন।
ভিডিওটি সোশ্যাল সাইট ফেসবুকের মাধ্যমে সামনে আসতেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এরপরই ওঠে সমোলচনার ঝড়। ফেসবুক ব্যবহারকারীরা নানা মন্তব্য করছেন। বেশিরভাগ ক্ষেত্রেই তারা ওই নারীর এমন অভদ্র আচরণের তীব্র নিন্দা জানাচ্ছেন।
রিক্সা চালককে মারা এবং প্রতিবাদ করা লোকজনের উপর চড়াও হওয়া ভাইরাল মহিলার পরিচয় পাওয়া গেছে।
নাম- সুইটি আক্তার সিনুমিরপুর – ২ রুপনগর আবাসিকের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা।