আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনী জোটে আসার আগে বিএনপির নেতৃত্বাধীন জোটের কাছে ১৫০ আসন দাবি করেছিল বিকল্পধারার নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট। তখন বর্তমান জাতীয় ঐক্যফ্রন্টের শরিক জেএসডি ও নাগরিক ঐক্য ছিল এ ফ্রন্টের সঙ্গে। আসন নিয়ে আকাশকুসুম দাবি আর জোটের নীতি-নির্ধারণ নিয়ে দ্বিচারিতার কারণে ড. কামাল হোসেনের ঐক্যফ্রন্টের সঙ্গী হতে পারেনি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর দল। বিকল্প হিসেবে এখন আওয়ামী লীগের জোট সঙ্গী হয়ে নির্বাচন করা যুক্তফ্রন্টকে মাত্র তিনটি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। বিএনপি ছেড়ে বিকল্পধারায় আসা সাবেক কূটনীতিক শমসের মবিন চৌধুরী একটি আসন দাবি করলেও তিনি জোটের পক্ষ থেকে কোনো আসন পাচ্ছেন না।
