ডক্টর আব্দুস সালাম আজাদী
ভাইজান, মানে মুনাওয়ার হুসাইন বদরুদ্দোজা ছিলেন আমার প্রিয় উস্তাযগণের একজন শায়খ মুকাদ্দাস আলী (রহ) এর পুত্র। তিনি জন্মে ছিলেন আমার ৪/৫ বছর আগে, কাজেই আমি তাকে ভাইজান বলে ডাকলে সাতক্ষীরার ব্যাকরণে ঠিক হয়। কিন্তু এই ডাক তিনি আমাকে শিখিয়েছিলেন। তাজ্জব হয়ে গিয়েছিলাম তার মুখে এই ডাক শুনে।
