নন্দিত আলোকচিত্রী শহিদুল আলমসহ তার কয়েকজন সহকর্মীর ওপর হামলা করেছে ক্ষমতাসীন দলের প্রতীক বহনকারী নেতাকর্মীরা। গতকাল সকালে ধানমণ্ডি সরকারি বালিকা বিদ্যালয়ে অবস্থিত ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে শহিদুলের নিজস্ব ওয়েবসাইট শহিদুল নিউজ ডটকমে হামলার বিবরণ তুলে ধরা হয়। বলা হয়, শহিদুল আলম ও লেখিকা রাহনুমা আহমেদসহ দৃক-এর আলোকচিত্রী পারভেজ আহমেদ, সুমন পাল ও মাহতাব উদ্দীন আহমেদ সকাল সোয়া ৮টার দিকে ধানমণ্ডি সরকারি বালিকা বিদ্যালয়ের ভোটকেন্দ্রে যান। সস্ত্রীক ভোট দেয়ার পর শহিদুল ভোটকেন্দ্রের ছবি নিচ্ছিলেন। নির্বাচন কমিশন থেকে দেয়া তার অ্যাক্রেডিটেশন কার্ড দৃশ্যমান ছিল। এ সময়
কয়েকজন তার দিকে এগিয়ে এসে ছবি তোলা বন্ধ করতে বলেন।
শহিদুল আলম ছবি তুলতে নিষেধ করার কর্তৃত্ব নিয়ে জিজ্ঞেস করলে তাদের একজন জানান, তিনি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন।