ভারতীয় আগ্রাসন বিরোধী জাতীয় কমিটি পুনঃগঠিত – ছবি : নয়া দিগন্ত
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা: জাফরুল্লাহ চৌধুরীকে প্রধান উপদেষ্টা ও লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানকে আহবায়ক ও এনডিএমের সাংগঠনিক সম্পাদক লায়ন নূরুজ্জামান হীরাকে সদস্য সচিব করে আগ্রাসন বিরোধী কমিটি গঠন করা হয়েছে।
যুগ্ম-আহবায়ক কে এম আবু তাহের (এনডিপি), কমরেড ডা: এম এ সামাদ (কমিউনিস্ট পার্টি), আহমেদ বদরুদ্দীন খান, কমরেড ডা: সৈয়দ নুরুল ইসলাম (সাম্যবাদী দল), অধ্যাপক ইকবাল হোসেন (জাগপা), সাখাওয়াত হোসেন ভূঁইয়া (স্বদেশী গণতান্ত্রিক আন্দোলন) এইচ সিদ্দিকুর রহমান খোরশেদ (বাংলাদেশ জাতীয় জোট), রকিবুল ইসলাম রিপন (দেশ বাচাঁও মানুষ বাঁচাও আন্দোলন) নুরুল ইসলাম বিপ্লব (দুর্নীতি প্রতিরোধ আন্দোলন), জালাল আহমেদসহ ১৩ জনকে মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (৯ মার্চ) রাতে লেবার পার্টির দলীয় কার্যালয়ে ১৩টি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবর্গে মতবিনিময়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় গৃহীত দাবিগুলো হলো-
১. সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যা বন্ধ করতে হবে।
২. ফারাক্কা তিস্তা গঙ্গা ও ফেনীর নদীর পানির ন্যায্য হিস্যা চাই।
৩. বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতিতে নগ্ন হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
৪. জাতীয় স্বার্থ বিরোধী সকল চুক্তি ও সমঝোতা বাতিল করতে হবে।
৫. ভারত কর্তৃক উজানে একতরফা বাধ, ড্যাম, ক্যানেল নির্মাণ বন্ধ করতে হবে।
৬. ট্রানজিটের নামে করিডোর ও বন্দর ব্যবহার চুক্তি বাতিল করতে হবে।
৭. মিয়ানমারে রোহাঙ্গিদের স্থানান্তরে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।
৮. বাংলাদেশে অবস্থানরত অবৈধ ভারতীয়দের চিহিৃত করে ফেরত পাঠাতে হবে।
৯. মুসলমানদের হত্যা, নির্যাতন-নিপীড়ন বন্ধ ও এনআরসির নামে নাগরিকত্ব হরণ বন্ধ কর।
১০. বাংলাদেশ ভারত বাণিজ্যঘাটতি কমাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
(নয়া দিগন্ত অনলাইন)