সিলেট থেকে বুধবার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবে জাতীয় ঐক্যফ্রন্ট। মঙ্গলবার বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রন্টের এক যৌথসভা শেষে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কথা জানান।
তিনি বলেন, সিলেটে হযরত শাহ জালাল ও হযরত শাহ পরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে আমাদের নির্বাচনী প্রচারনা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সব সময় তাই করা হয়। আমাদের নেত্রী যখন ছিলেন উনিও তাই করতেন। আমরাও সেটা করবো।
