বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে আনন্দঘন পরিবেশে ফ্রান্সের রাজধানী প্যারিসে ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজ সিলেট এর ১২৫ বছরপূর্তি উৎসব ও পূণর্মিলনী’২০১৮ উদযাপিত এবং “শিকড়ের টানে” সাহিত্য স্মারকের মোড়ক উন্মোচিত হলো। “এম.সি ইউনিভার্সিটি কলেজ এক্স-স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন, ফ্রান্স” -এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সভাপতি মো: আলী আশরাফ মাসুমের সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ আব্দুল হামিদের সার্বিক পরিচালনায় ও সাংবাদিক আবু তাহিরের সহযোগীতায় পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য এম.সি কলেজের সাবেক শিক্ষার্থীদের ১২৫ বছরপূর্তি নির্বাহী কমিটির কনভেনর ও জিপি কেয়ার সার্ভিস লি. ইউ.কে এর ডাইরেক্টর ডা. মোশাররাফ হুসেইন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্রান্সের বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব টি.এম.রেজা, যুক্তরাজ্য থেকে আগত এম.সি কলেজ সাবেক শিক্ষার্থীদের ১২৫ বছরপূর্তি নির্বাহী কমিটির দুই যুগ্ম আহ্বায়ক সলিসিটর এম.আব্দুল হামিদ টিপু ও , মনসুর আহমদ খান এবং ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সংস্কৃতি কর্মীবৃন্দ, এম.সি কলেজ সিলেটের সাবেক শিক্ষার্থীবৃন্দ ও পরিবারবর্গ এবং সর্বস্তরের অতিথিবৃন্দ।
“শিকড়ের টানে” সাহিত্য স্মারকের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, কমিউনিটি নেতৃবৃন্দ ও সাবেক সকল শিক্ষার্থীবৃন্দ। পরে সাংবাদিক আবু তাহির অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং প্রধান অতিথি সাবেক সকল শিক্ষার্থীদের উত্তরীয় পরিয়ে দেন। এবং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইংল্যান্ড থেকে আগত প্রধান অতিথি ডা. মোশাররাফ হুসেইন, বিশেষ অতিথি এম.আব্দুল হামিদ টিপু ও মনসুর আহমদ খানকে ক্রেস্ট প্রদান করেন ও উত্তরীয় পরিয়ে দেন সভাপতি মো: আলী আশরাফ মাসুম ও সেক্রেটারী মোহাম্মদ আব্দুল হামিদ।
আলোচনা পর্বে,কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আজহারুল ফয়সল,সাংবাদিক এম.এ.মান্নান আজাদ, মনির আহমদ, অজয় দাস, তৌফিকা সাহেদ, হেনু মিয়া, এবং প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ!
। “এম.সি ইউনিভার্সিটি কলেজ এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশন,ফ্রান্স” এর পক্ষ থেকে স্বাগতিক বক্তব্য প্রদান করেন—- আশরাফ হোসেন মাসুদ, জাকির হোসেন সুয়েব, জিয়াউর রহমান, মো: সালাহ উদ্দিন, সাইদুর রহমান সাইদ, রাজু এইচ আহমদ, মাহবুব আহমদ, সুমা দাস, শামসুল ইসলাম, আকরাম খান ও আফসার উদ্দিন আহমদ এবং পরিচালনার সাথে সাথে এম.সি কলেজের ইতিহাস, ঐতিহ্য ও পরিচিতি তুলে ধরেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারী মোহাম্মদ আব্দুল হামিদ।
বক্তারা এ অনুষ্ঠান ও “শিকড়ের টানে” সাহিত্য স্মারকের ভূয়সী প্রশংসা করে বলেন ফ্রান্সে এরকম ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান প্রথম উপহার দিলো এম.সি কলেজ এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এবং ফ্রান্সে বাঙালী কমিউনিটির মধ্যে “শিকড়ের টানে” সাহিত্য স্মারকের মতো এত বৃহৎ কলেবরে ও দেশ বরেন্য বহু গুণী লেখকদের সমন্বয়ে ম্যাগাজিন এটাই প্রথম। সভাপতির সমাপনী বক্তব্যে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন,আপনাদের সকলের উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলেছে। এবং এরই মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।