ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনাসভা করেছে ফ্রান্স আওয়ামী লীগ।প্যারিসের লা শাফেলে সম্প্রতি অনুষ্ঠিত হয় এ সভা।এতে সভাপতিত্ব করেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মহসিনউদ্দিন খান লিটন।
বক্তব্য রাখেন সহসভাপতি মো. আবুল কাশেম, সাহেদ আলী, শেখ মো. শাহজাহান সারু, মিজান চৌধুরী মিন্টু, নগর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক কবি মোস্তাফা হাসান, ফয়সল উদ্দিন, মাসুদ হায়দার প্রমুখ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন পর্তুগাল আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিক উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন কাজী আনোয়ার, আসাদুজ্জামান সুমন, রবিউল হাসান, জাহিদ আকন্দ, মুরাদ মৃধা, আলী আক্কাস, জাহিনুর রহমান সুমন, লিটন মাঝি প্রমুখ।
বক্তারা উল্লেখ করেন ফজিলাতুন্নেছা একজন মমতাময়ী মা ছিলেন। তিনি বাংলার মানুষের মুক্তি সংগ্রাম আন্দোলনে যথেষ্ট অবদান রেখেছেন।
অনুষ্ঠানের শেষ অংশে শেখ পরিবারের নিহত সবার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।