গাদ্দাফির কাছ থেকে অর্থ নেয়ায় ফেঁসে যাচ্ছেন নিকোলাস সারকোজি
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে বড় অংকের অর্থ পাওয়ার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।অভিযোগ আছে ২০০৭ সালে নিজের নির্বাচন পরিচালনার জন্য গাদ্দাফির কাছ থেকে কয়েক কোটি ইউরো সহায়তা পেয়েছিলেন সারকোজি। সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ অভিযোগে গত ৫ বছর ধরে তদন্ত চলছে। এর ভিত্তিতে প্যারিসের ন্যান্টেরে পুলিশ স্টেশনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।দ্য ইন্ডিপেন্ডেন্ট,২০ মার্চ ২০১৮,মঙ্গলবার, ১৬:০৪
- |https://www.theguardian.com/world/2018/mar/20/nicolas-sarkozy-police-custody-french-president-campaign-funding-libya
- http://www.lemonde.fr/police-justice/article/2018/03/20/financement-libyen-de-la-campagne-de-2007-nicolas-sarkozy-en-garde-a-vue_5273446_1653578.html