কাতারে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বড়লেখা-জুড়ী জাতীয়তাবাদী ফোরামের অভিষেক হয়েছে।
আবদুল রহিমকে সভাপতি ও সাইন উদ্দিন রুহেলকে সাধারণ সম্পাদক করে ৯৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ গঠন করা হয়েছে। কমিটির নাম ঘোষণা করেন সাবেক জুড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন আহমদ।সম্প্রতি রাজধানী দোহারে রমনা রেস্তোরাঁয় সংগঠনটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।মোহাম্মদ খালেদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল হাসান।এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন কাতার ধানসিড়ি বিএনপির আহ্বায়ক মো. শহীদুল হক, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন টিপু, ধানসিড়ি বিএনপির যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন ও নজরুল ইসলাম প্রমুখ।