ইসরাইলী গণপূর্ত ও আবাসন মন্ত্রী ইয়োভ গালান্ট গত ২১শে নভেম্বর, বুধবার গাজার হামাস নেতা ইয়াহইয়া আল-সিনওয়ারকে হত্যার হুমকি দিয়েছেন। স্থানীয় সংবাদ সংস্থা কুদস প্রেস সূত্রে এই সংবাদটি জানা যায়।
ইসরাইলী রেডিওর সাথে এক সাক্ষাৎকারে জনাব গালান্ট এই হুমকি প্রদান করেন। তিনি বলেন, “ইয়াহইয়া সিনওয়ারের সময় সংক্ষিপ্ত। মৃত্যুর সময় তার পরিজনদের সান্নিধ্য পাওয়ার ভাগ্য তার হবে না। তার উচিত বুঝে কাজ করা।”
এদিকে, জেরুসালেমে অনুষ্ঠিত কূটনৈতিক সম্মেলনে গালান্ট গাজায় নতুন করে পুনরায় ইসরাইলী আগ্রাসন চালানোর প্রতিজ্ঞা করেছেন।
একই সম্মেলনে ইসরাইলী পরিকল্পনা বিষয়ক মন্ত্রী গিলাদ এরদান বলেন, ইসরাইল হামাসের বিরুদ্ধে রক্ষণাত্মক কৌশল থেকে আক্রমনাত্মক কৌশল অবলম্বন করবে।
তিনি উল্লেখ করেন, এই আক্রমনাত্মক কৌশলের মধ্যে হামাসের নেতাদের হত্যা করা অর্ন্তভুক্ত রয়েছে।
তিনি আরো বলেন, “বর্তমানে আমরা অতীতের যেকোন সময়ের তুলনায় সম্পূর্ণ গাজা উপত্যকা বা এর অংশবিশেষকে নিয়ন্ত্রনের কাছাকাছি রয়েছি।”
উৎস: মিডল ইস্ট মনিটর
সূত্র: https://www.middleeastmonitor.com/20181122-israel-minister-threatens-to-kill-hamas-leader-in-gaza/