সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ‘ভবন থেকে পড়ে গিয়ে’ এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন
নিহত মোহাম্মদ ইসমাইল (৩৫) কুমিল্লার নাঙ্গলকোট থানার কাশিপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে বলে জানা গেছে।
মঙ্গলবার আরব আমিরাতের আবুধাবীতে বিল্ডিং ক্লিনিং-এর কাজ করার সময় ভবন থেকে পড়ে গিয়ে ইসমাইল নিহত হন বলে জানান নাঙ্গলকোট প্রবাসী কল্যাণ ইউনিট সংযুক্ত আরব আমিরাতের সহ-সভাপতি মোহাম্মদ শাকিল।
আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ মোকসেদ আলী জানান, তাদের কাছে এখনও এ ধরনের কোনো খবর আসেনি। তবে এলে তারা নিহতের লাশ দ্রুত দেশে প্রেরণের উদ্যোগ নেবেন।
বিডিনিউজ ডটকম