
কুয়ালালামপুর: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড.. মাহাথির মোহাম্মদ বলেছেন, আনোয়ার ইব্রাহিম সম্পর্কে তার ব্যক্তিগত মতামত পাকাতান হারাপান কর্তৃক গৃহীত উত্তরাধিকার পরিকল্পনার পথে কোনো বাধা হয়ে দাঁড়াবে না।
প্রধানমন্ত্রী সিএনএনকে বলেছিলেন যে শেষপর্যন্ত তাকে তার বর্তমান পদ ছেড়ে দেওয়া উচিত।
মাহাথির বলেন, ‘আমি তাকে পছন্দ করি বা না করি, আমাকে তার ওপর বিশ্বাস রাখতে হবে। আমি এখানে (প্রধানমন্ত্রী পদে) সব সময় থাকতে আসিনি।’
মাহাথির কর্তৃক ১৯৯৮ সালে আনোয়ারকে নাটকীয়ভাবে পদচ্যুত করার ঘটনা দেশটিতে সংস্কারক আন্দোলন ছড়িয়ে দিয়েছিলেন। ২০১৬ সালে তিনি তার সাবেক ডেপুটি’র সঙ্গে শান্তিচুক্তি করেন এবং উভয় নেতাই মিত্র জোটের অংশ হয়ে নির্বাচনে অংশ নেন। সাম্প্রতিক ওই নির্বাচনে নাজিব রাজাকের বারিশান ন্যাশনাল পার্টি তারা পরাজিত করে।
পিএইচ নেতৃত্বাধীন চুক্তি অনুযায়ী, প্রধানমন্ত্রীর পদে আনোয়ার মাহাথিরের উত্তরাধিকারী হিসেবে নিযুক্ত হবেন।
পিকেআর নেতা আনোয়ার এখন আগামী মাসে তার দলের নির্বাচনে প্রেসিডেন্সি পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন।
এর আগে মাহাথির বলেছিলেন যে তিনি দুই বছর প্রধানমন্ত্রী পদে থাকবেন এবং জোটের সহযোগিরা চাইলে তা আরো দীর্ঘায়িত হতে পারে।
সিএনএনকে মাহাথির বলেন, ‘আমাদের একসাথে কাজ করার শর্ত দুই বছর বা তিন বছর যাইহোক না কেন, সেটি আমার জন্য এটি গুরুত্বপূর্ণ নয়। আমি জনগণের ইচ্ছাকে মেনে চলব।’
গত মে মাসে আল জাজিরাতে দেয়া এক সাক্ষাত্কারে আনোয়ার ইব্রাহিম বলেছিলেন, মাহাথিরকে বিশ্বাস না করার কোনো কারণ নেই। কেননা তিনি ইতোমধ্যে তার প্রতিশ্রুতির প্রমাণ দিয়েছেন।
আরটিএনএন